ইতিহাস-ঐতিহ্যসমৃদ্ধ গোদাগাড়ী উপজেলা। এর একদিকে কীর্তিনাশা পদ্মা আর মহাআনন্দে বয়ে যাওয়া মহানন্দা অন্যদিকে বিস্তৃত পরিধিতে বরেন্দ্র জনপদ।
এ দুয়ের মাঝে সর্বংসহা প্রকৃতিতে গোদাগাড়ীর অবস্থান। গোদাগাড়ীর পরিশ্রমী মানুষ যেমন মাটির বুক চিরে রচনা করেছে এ অঞ্চলে সমাজ ও সভ্যতার ইতিহাস, তেমনি আমাদের মহান মুক্তিযুদ্ধে এখানকার সর্বশ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধাদের গৌরবোজ্জ্বল ভূমিকা প্রশংসার দাবীদার।
পদ্মা-মহানন্দা...
ইতিহাস-ঐতিহ্যসমৃদ্ধ গোদাগাড়ী উপজেলা। এর একদিকে কীর্তিনাশা পদ্মা আর মহাআনন্দে বয়ে যাওয়া মহানন্দা অন্যদিকে বিস্তৃত পরিধিতে বরেন্দ্র জনপদ।
এ দুয়ের মাঝে সর্বংসহা প্রকৃতিতে গোদাগাড়ীর অবস্থান। গোদাগাড়ীর পরিশ্রমী মানুষ যেমন মাটির বুক চিরে রচনা করেছে এ অঞ্চলে সমাজ ও সভ্যতার ইতিহাস, তেমনি আমাদের মহান মুক্তিযুদ্ধে এখানকার সর্বশ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধাদের গৌরবোজ্জ্বল ভূমিকা প্রশংসার দাবীদার।
পদ্মা-মহানন্দা বিধৌত গোদাগাড়ীর মাটির গঠন ও ভূ-প্রকৃতি এ জনপদের মানুষের জীবন-জীবিকায় প্রভাব ফেলেছে অকৃত্রিমভাবে। স্মরণাতীত কাল থেকে বিভিন্ন পীর, অলি-আউলিয়া, সাধু-সন্যাসী এখানে এসেছেন ধর্ম প্রচারের উদ্দেশ্যে।
এখানকার মানুষ ধর্মীয় অনুভূতি সম্পন্ন হলেও উদার ও সংস্কার মুক্ত। সাম্প্রদায়িক সম্প্রীতির সেতুবন্ধন তৈরি করে যুগ যুগ ধরে সর্ব শ্রেণী ও পেশার মানুষ বসবাস করে আসছে অকৃত্রিম ভালোবাসার আবহ তৈরি করে।
গোদাগাড়ীতে হিন্দু, মুসলিম, খ্রিস্টানসহ অনেক ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাস। সকল ধর্মের মানুষ সহাবস্থান করে আসলেও ধর্মীয় কোন্দল বা কোন ধরনের হিংসা-বিদ্বেষ এখানকার সামাজিক জীবনকে কলুষিত করতে পারেনি।
সারাবছরই গোদাগাড়ীর মাঠে ফসলের সমারোহ এবং বনায়নের কারণে গোদাগাড়ী উপজেলা ‘সবুজ উপজেলা’ বলে পরিচিতি লাভ করেছে।