তার নাম #ফয়সাল, গত বছর এসএসসি পাশ করেছে! বাড়ি গাজীপুরের একটি গ্রামে, ছোট ছোট ঘর, কিন্তু ইলেকট্রিসিটি এবং তার একটি কম্পিউটারও আছে। মোবাইলের ২g/৩g ইন্টারনেট ব্যবহার করে শিখে নিয়েছে #এন্ড্রয়েড অ্যাপ #ডেভেলপমেন্ট। সরকারের কোনো ট্রেনিং তাকে খুঁজে পায় নি, গ্রামের কেউ তাকে উৎসাহও দেয় নি, তবুও তার প্রকাশিত অ্যাপ এখন ৫ টি। সে জানে অনেক কিছুই, ইন্টারনেট, টেকনোলজি, প্রোগ্রামিং--- সব কিছুই ধীরে ধীরে আয়ত্ব করছে সে। তার গল্প শুনতে আমরা ছুটে গিয়েছিলাম তার গ্রামে একটি #জাভা #প্রোগ্রামিং শেখার বই নিয়ে, ফিরে এসেছিলাম এক বুক ভালোলাগা এবং নতুন কিছু চ্যালেঞ্জ নিয়ে। এদের জন্য যে আমাদের কিছু করতেই হবে।
অদম্য ইচ্ছে থাকলে কোনো বাধাই যে বাধা নয়, তার উজ্জ্বল প্রমান ফয়সাল। ফয়সাল রাই গড়বে আগামীর বাংলাদেশ। আর এই ফয়সালদের জন্যই তৈরী হচ্ছে #অ্যাপবাজার। (https://appbajar.com/bn) দেশীয় কনটেন্ট কে প্রমোট করতে, দেশীয় মুদ্রায় #অ্যাপ বিক্রি করে আয়ের পথ করার জন্য আপ্রাণ পরিশ্রম করে যাচ্ছে অ্যাপবাজার!
বলা বাহুল্য, নিচের অ্যাপটি ফয়সাল এর তৈরী করা। আপনাদের সবার দোয়া তার পথের পাথেয়।
বাংলা উক্তি সমগ্র (১০০০+ উক্তি)
বিখ্যাত ব্যক্তিদের সব বিখ্যাত উক্তি নিয়ে আমাদের এই বাংলা বানী অ্যাপটি বানানো হয়েছে।
https://www.appbajar.com/bn/app/fsapps.foysal.banglauktti?id=2220