আমরা স্বাগতম জানাই প্রতিটি ফিডব্যাক কে, আমরা বিশ্বাস করি হাজার হাজার মতামতের মাধ্যমেই গড়ে উঠে একটা ভালো কিছু, আরো কোনো উদ্যোগ যদি কিছু মানুষের নির্দিষ্ট কোনো সমস্যার সমাধান করতে পারে, তাহলেই সেই উদ্যোগ কে স্বার্থক বলা যায়!
উদ্যোক্তাদের কাজই হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সমস্যাকে টার্গেট করা এবং সেটার সমাধান খুঁজে বের করে বাস্তবায়ন করা এবং ওই নির্দিষ্ট সমস্যাগ্রস্ত মানুষদের কাছে পৌছে দেয়া। এটা হয়ত অনেক মানুষের কাজে নাও লাগতে পারে, কেউ কেউ উপকৃত নাও হতে পারেন, তবুও যদি ওই উদ্যোগ কিছু কিছু মানুষের কাজে লাগে, তাহলে উদ্যোগের স্বার্থকতা, উদ্যোক্তার স্বার্থকতা।
"কাজ কম কথা বেশি "- এর আমাদের দেশে এমনিতেই উদ্যোক্তাদের জন্য কোনো সহায়ক পরিবেশ নেই, একটা ইনভেস্টমেন্ট যোগাড় করতে গিয়ে কমপক্ষে ১০০ মানুষ কে সেই বিসনেস এর বেপারে ট্রেনিং দিতে হয়, ৭/৮ মাস তাদের পিছনে সময় দিতে হয় আইডিয়া বাস্তবায়ন, কাজ, টীম ডেভেলপমেন্ট ফেলে রেখে - সাধারণ user দের কে প্রথমে বুঝাতে হয় ইমেইল এড্রেস, প্লে স্টোর কি- সেখানে ফেইসবুক এ সবার সব ধরনের মতামত এর উত্তর (মতামতের উপর পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি) দেয়ার থেকে আমরা আগে কাজ টা করে দেখানোর প্রতি মনোযোগ দিয়েছি। আমাদের উদ্যোগ এর বয়স এর মাত্র ৪ মাস এবং আশা করছি আরো ১ বছর পরে সব প্রশ্নের উত্তর দেবার মত সময় আমাদের হাতে থাকবে।
যাই হোক, কয়েকটা পয়েন্ট এ আমাদের মন্তব্য তুলে ধরতে চাই শেষ করার আগে..
১. গুগল প্লে শুরু হয়েছিল 22 October 2008; 7 years আগে, শুরু হয়েছিল ১ টা অ্যাপ এবং ১ জন user নিয়েই। প্রকৃতপক্ষে কোনো কিছুই মিলিয়ন প্রোডাক্ট, মিলিয়ন user নিয়ে শুরু হয় না, শুরু হবার পরে সেটা তে মিলিয়ন প্রোডাক্ট হয়, মিলিয়ন user হয়, আশা করি ৭ বছর পরে আমাদের ও এই রকম থাকবে!
২. সবাই সব বিষয়ে এক্সপার্ট হয় না, আমি Android ডেভেলপার, আমি ওয়েব এক্সপার্ট, আরেকজন গ্রাফিক এক্সপার্ট- ৪ মাস বয়সী একটা প্রোডাক্ট এর জন্য আসলে এত স্বল্প সময়ে সব এক্সপার্ট দের জড়ো করা যায় না কিন্তু আমরা বিশ্বাস করি, ১ বছরের ভিতরে সব এক্সপার্ট দের সহায়তা অ্যাপবাজার পাবে, আমরা সবাইকে অকুন্ঠ চিত্তে আমন্ত্রণ জানাচ্ছি আপনার মূল্যবান পরামর্শ দিয়ে অ্যাপবাজার কে আরো স্ট্যাবল, আরো বেটার করার জন্য। ম্যালওয়্যার ভাইরাস গুগল প্লে তেও আছে, এই জন্য ফ্লাগ অ্যাপ নাম একটা অপসন আছে, গুগল প্লে তে ৫ বছর আগেও ইন অ্যাপ বিলিং ছিল না- সব এ ধীরে ধীরে ইমপ্লেমেন্ট হয়েছে, হচ্ছে, পৃথিবীর সব প্রোডাক্ট এভাবেই দাড়ায়, আমাদের অ্যাপবাজার ও এইভাবেই দাড়াবে ইনশাল্লাহ.
৩. সব থেকে বড় কথা আমাদের দেশের Android ডেভেলপার দের জন্য একটা প্লাটফর্ম তৈরী করা। আপনারা যারা জানেন না তাদের জন্য বলছি, বাংলাদেশ থেকে গুগল প্লে তে একটা ডেভেলপার একাউন্ট তৈরী করতে ২৫ ডলার লাগে এবং তার পরেও সেই একাউন্ট থেকে কোনো অ্যাপ সেল করা যায় না। যেহেতু অ্যাপ বিক্রি করা যায় না, তাই ডেভেলপার রা তাদের অ্যাপ এ বিভিন্ন থার্ড পার্টি বিজ্ঞাপন use করে কিছু টাকা উপার্জন করার জন্য, তাদের মাঝে কিছু ডেভেলপার বাজে কনটেন্ট দেয় যাতে বেশি user পায়(! বেশি User, মানে আমরাই তাদের সুযোগ দেই ওই সব app use করে, আবার দিন শেষে গালিগালাজ করি ঐসব ডেভেলপার দের)। উন্নত বিশ্বের মানুষ রা একটা গান টাকা দিয়ে কিনে তারপর শুনে, তারা ৭৫ টাকা বা তার থেকে বেশি টাকা দিয়ে ভালো অ্যাপ গুলো কিনে Use করে- তাদের ডেভেলপার রাও টাকা আয় করতে পারে দেখেই ভালো অ্যাপ বানানোর দিকে মনোযোগ দেয় (মজার বেপার, তারা ওই ভালো অ্যাপ গুলো বানায় আউটসোর্স করে, আমাদের মত থার্ড ওয়ার্ল্ড এর ডেভেলপার দিয়ে)।
আমরা একজন শিল্পীর গান চুরি করে শুনছি, একজন লেখকের লেখা চুরি করে সফট কপি অনলাইন এ ছেড়ে দিচ্ছি, আমরা Android অ্যাপ কপি করে নিজের ওয়েবসাইট থেকে ফ্রি নামানোর সুযোগ করে দিচ্ছি, এবং দিন শেষে, আড্ডায়, publicly ওই সব লেখক, শিল্পী, ডেভেলপার দের গালি দিচ্ছি ভালো কিছু তৈরী করে না বলে!
আমরা ঠিক এই প্লেস টাতেই কাজ করতে চাচ্ছি- ডেভেলপার কে তার সম্মানী বুঝিয়ে দেয়া, তার কাজ কে সম্মান করা যাতে তারা আরো বেশি অনুপ্রানিত হয়, আরো ভালো অ্যাপ তৈরী করে আমাদের জীবন যাত্রার মান কে উন্নত করার জন্য।
আমাদের দেশের হাজার হাজার কম্পিউটার পড়ুয়া ছাত্র রা টীম তৈরী করে কাজ করতে পারে, ভালো কিছু বানাতে পারে যদি আমরা তাদের জন্য সেই রকম পরিবেশ নিশ্চিত করতে পারি।
গ্রামে গেলাম, ৩০/৩৫ টা Android ডিভাইস হাতে নিলাম অ্যাপবাজার ইনস্টল করে দেবার জন্য, দেখলাম তাদের ইমেইল এড্রেস নাই (আমি ও জানতাম না যে কোনো মানুষ Android ডিভাইস use করে কিন্ত gmail নেই!), প্লে স্টোর কি জানে না, অথচ তারা দোকান থেকে ৫-১০ টাকায় Android app (APK ফাইল ) কিনে নিচ্ছে! এই ক্ষেত্র টাতেও আমাদের অনেক কাজ করার আছে। শিক্ষা, হেলথ অনেক ক্ষেত্রেই আমাদের বাংলা কনটেন্ট পৌছে দেবার মত অনেক কিছু বাকি আছে কিন্তু এত লেখার সময় ও নাই, অনেক পথের বাধা পরে আছে, সেগুলো নিয়ে আগে কাজ করতে হবে!
তাই আমরা সবার সহযোগিতা চাই, কোটি ডলার ইনভেস্টমেন্ট, বাগ ফিক্স, সব বাধা দুর করা যায়- যদি আমরা মিলেমিশে কাজ করতে পারি!
আগে তো পথে নামতে হয়, তার পরে না পথের বাধা দূর করতে হয়! পথের বাধা দুর করতে গিয়ে আপনাদের কাছে আসতে দেরী হলে ক্ষমা প্রার্থনীয়! ভালো থাকবেন, অ্যাপবাজারকে ভালো রাখবেন!
নোট: কিছু বানান ভুল আছে, গুগল Translator এ লিখেছি, ক্ষমা চাই এই জন্য|