Part1: স্কাইপ - সবাই নাম শুনেছি এবং অনেকেই ব্যবহার করি! সম্প্রতি মাইক্রোসফট এটিকে কিনেছে কত দিয়ে! মাত্র ৮.৫ বিলিয়ন ডলার (৬৮০ বিলিয়ন টাকা, অথবা ৬৮,০০০ আটষট্টি হাজার কোটি টাকা <৩)।
স্কাইপ এর জন্ম তাহলে আমেরিকাতে, রাইট? ধাক্কা একটা খেতেই হবে যখন দেখবো যে এটির জন্ম হয়েছে Estonia, (H.Q at Luxembourg) থেকে এবং এই দেশে মাত্র ৬ লক্ষ (প্রায়) মানুষ থাকে! আর আমাদের ১৭ কোটি, ঢাকাতেই ৩ কোটি!
Criteo প্যারিস ভিত্তিক এড নেটওয়ার্ক স্টার্টআপ (নতুন কিছু নয়, আরো অনেক এড নেটওয়ার্ক আছে), বর্তমান মূল্য ৩.০৫ বিলিয়ন ডলার!
এখন প্রশ্ন হচ্ছে Estonia, (H.Q at Luxembourg) পারলে আমরা কেন মাত্র ৫ বিলিয়ন ডলারের পিছনে ছুটতে ভয় পাই? কি নেই আমাদের? কিসে আটকে রাখে আমাদের? মাননীয় প্রতিমন্ত্রী Zunaid Ahmed Palak ভাইয়ের প্রতিটি বক্তব্যে যে কথাটি সবসময় উচ্চারিত হয়, সেটা পূরণ করা কি অনেক দূরের পথ?
আমরা মনে হয় উত্তরটা জানি - প্রচলিত নিয়ম, মানসিকতা, বার বার পরীক্ষা নিরীক্ষা আর সাহস করে সত্য বলা - এই ৪ টা বিষয়ে কাজ করলেই ইনশাল্লাহ আমরাও এগিয়ে যেতে পারবো লক্ষ্যের দিকে।
১০০০ গুগল ফেইল করার পরে যদি একটা গুগল হয়, ১০০০ স্টার্টআপকে আগে ফেইল হবার সুযোগ দিতে হবে, তারপরেই না বের হতে পারে একটা সেরা স্টার্টআপ।
ফেসবুকের মার্ক জাকারবার্গ তো বলেই দিলো যে সেও ভাবেনি আজকে ফেইসবুক এতদূরে আসবে। আমরা নামার আগেই কেমনে বলে দেব যে সফল হবে কি না কোনো একটা উদ্যোগ!
#উদ্যোক্তাগিরি একটা জন্মগত বৈশিষ্ট, যার মাঝে আছে সে মাঠে লড়ে যাবেই, কিন্তু উদ্যোক্তাকে ব্যর্থ হবার সুযোগ দিতে হবে! বার বার ব্যর্থ হয়েই একজন উদ্যোক্তা হয়ে উঠবে ৫ বিলিয়ন নিয়ে আসার প্রধান কারিগর!
http://www.businessinsider.com/20-hot-international-startup…
Part2:
#iDEAStartupChallenge2017 #ICTDivision #AllWinners
#BetterBangladesh #MadeInBangladesh #NextBangladesh #Startup
নির্বাচিত ২০ স্টার্টআপ হলো-#ট্রাক চাই, #মেডিটর, #হ্যান্ডিমামা, #শপআপ, #স্নিফার, #অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিসট্যান্স অ্যান্ড মনিটরিং সিস্টেম, ডিজিটালাইজ লন্ড্রি ইন্ডাস্ট্রি, #গারবেজম্যান, #মোবাইল ম্যানেজার ফর রিটেইল শপ, #এডভান্সড ভিকেল সিকিউরিটি সিস্টেম, #আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স বেইজড প্রাইস কম্পারিজন ইঞ্জিন, #ক্যারিয়ার বট, #সিএমইডি, ম্যানুফ্যাকচার অ্যান্ড ডিস্ট্রিবিউশন অব ইন্ডিজেনাসলি ডেভেলপড অ্যান্ড টেস্টেড টেলিমেডিসিন, #অ্যাপবাজার, #পাথ ফাইন্ডার, হিরোজ অব ৭১ : #মুক্তিক্যাম্প, #হ্যাশট্যাগ এবং #অ্যাডমিশন নিনজা।
http://www.businessinsider.com/20-hot-international-startup…
https://gigaom.com/…/why-microsoft-is-buying-skype-for-8-b…/
https://www.recode.net/…/microsoft-linkedin-deal-economic-g…
http://techshohor.com/news/82356