অনেকেই আছেন, বাজার করতে গিয়ে দেখলেন মুরগীর কেজি ৯০ টাকা। ওজন এসেছে ১ কেজি ৩৭৫ গ্রাম। তাহলে মোট দাম কত আসবে? দোকানে অনেক সময়ই ডিজিটাল ওজন মাপার যন্ত্রে হিসেবটা করা হয়না। দোকানী খটখট করে ক্যালকুলেটর টিপে দাম জানিয়ে দিলেন। আর আপনি এদিকে মনে মনে এতোকে এতো দিয়ে গুণ ভাগ করতে করতে ভ্যাবাছ্যাকা খেয়ে যাচ্ছেন। এরকম অবস্থায় পড়ে থাকলে আপনার জন্যই এই এপ। মুরগী সহ সমধর্মী যে কোন জিনিসের কেজির দাম আর কেজি ও গ্রা...
অনেকেই আছেন, বাজার করতে গিয়ে দেখলেন মুরগীর কেজি ৯০ টাকা। ওজন এসেছে ১ কেজি ৩৭৫ গ্রাম। তাহলে মোট দাম কত আসবে? দোকানে অনেক সময়ই ডিজিটাল ওজন মাপার যন্ত্রে হিসেবটা করা হয়না। দোকানী খটখট করে ক্যালকুলেটর টিপে দাম জানিয়ে দিলেন। আর আপনি এদিকে মনে মনে এতোকে এতো দিয়ে গুণ ভাগ করতে করতে ভ্যাবাছ্যাকা খেয়ে যাচ্ছেন। এরকম অবস্থায় পড়ে থাকলে আপনার জন্যই এই এপ। মুরগী সহ সমধর্মী যে কোন জিনিসের কেজির দাম আর কেজি ও গ্রামের মান বসিয়ে পেয়ে যাবেন কাঙ্খিত মূল্য।
দৈনন্দিন জীবনে কাজে লাগে এরকম আরও এপ নিয়ে আসার চেষ্টা করবো। সাথে থাকুন।