১৯৮৫খ্রি: ১৪ ই মার্চ হাজীগঞ্জ পৌরসভা গঠিত হয়। তখনকার পৌরসভার ওয়ার্ড ছিল ০৯ (নয়) টি এবং আয়তন ছিল ১৩.৫০ বর্গ কি:মি:। প্রতিষ্ঠাকালীন সময়ে পৌরসভার প্রশাসক ছিলেন জনাব মো: আলী মিয়া চৌধুরী। তিনি ০৬-০৬-১৯৮৫ থেকে ১০-০৭-১৯৮৫ইং পর্যন্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে১১-৭-১৯৮৫ইং হতে ২৮-০৮-১৯৮৬ইং পর্যন্ত জনাব সিকান্দর আলীমন্ডল ২৬-০৮-১৯৮৬ইং হতে ২৪-০৯-১৯৮৬ইং পর্যন্ত বাবু হৃদয় রঞ্জন দাস। ২৫-৯-১৯৮৬ হতে...
১৯৮৫খ্রি: ১৪ ই মার্চ হাজীগঞ্জ পৌরসভা গঠিত হয়। তখনকার পৌরসভার ওয়ার্ড ছিল ০৯ (নয়) টি এবং আয়তন ছিল ১৩.৫০ বর্গ কি:মি:। প্রতিষ্ঠাকালীন সময়ে পৌরসভার প্রশাসক ছিলেন জনাব মো: আলী মিয়া চৌধুরী। তিনি ০৬-০৬-১৯৮৫ থেকে ১০-০৭-১৯৮৫ইং পর্যন্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে১১-৭-১৯৮৫ইং হতে ২৮-০৮-১৯৮৬ইং পর্যন্ত জনাব সিকান্দর আলীমন্ডল ২৬-০৮-১৯৮৬ইং হতে ২৪-০৯-১৯৮৬ইং পর্যন্ত বাবু হৃদয় রঞ্জন দাস। ২৫-৯-১৯৮৬ হতে ১৯-১০-১৯৮৬ইং পর্যন্ত জনাব সাহাবুল্লাহ। ২০-১০-১৯৮৬ইং হতে ২৪-০৯-১৯৮৯ইং পর্যন্ত জনাব এ্যাড. তাফাজ্জল হায়দার চৌধুরী। ২৫-০১-১৯৮৯ইং হতে ২৭-০২-১৯৮৯ইং পর্যন্ত জনাব ছমির উদ্দিন আহাম্মেদ। ২৮-০২-১৯৮৯ইং হতে ১৮-০২-১৯৯০ইং পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন জনাব এ্যাড. তাফাজ্জল হায়দার চৌধুরী ২৫-০১-১৯৮৯ইং হতে ২৭-০২-১৯৮৯ইং পর্যন্ত চেয়ারম্যান (ভার:) হিসেবে দায়িত্ব পালন করেন জনাব গাজী আবুল কাশেম। ২৫-০৭-১৯৯০ইং হতে ৩১-১২-১৯৯১ইং পর্যন্ত জনাব অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার। ০১-০১-১৯৯২ইং হতে ০৪-০৫-১৯৯২ প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব এ,ডিএস আ: বাসেদ, ০৫-০৫-১৯৯২ইং হতে ০১-০৪-১৯৯৩ইংপর্যন্ত জনাব মো: ইসমাইল। ০১-০৪-১৯৯৩ইং হতে ৩১-০৩-১৯৯৯ইং পর্যন্ত নির্বাচিতচেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন জনাব অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার। ৩১-০৩-১৯৯৯ইং হতে ৩১-০৫-২০০৪ইং পর্যন্ত জনাব এড: তাফাজ্জল হোসেন চৌধুরী। ৩১-০৫-২০০৪ইং হইতে ১৩-০২-২০১১ইং পর্যন্ত জনাব আ: মান্নান খান বাচ্চু । ১৩-০২-২০১১ইং হইতে অদ্যবধি দায়িত্ব পালন করে আসছেন জনাব মো: আবদুল মান্নান খান।
১২-০৫-১৯৯৮ইংতারিখে অত্র পৌরসভা খ-শ্রেণীতে উত্তীর্ন হয়। ১২-০৭-২০০৪ইং তারিখে খ- শ্রেণীথেকে ক- শ্রেণীতে উত্তীর্ন হয়। বিগত ১৫-১২-২০০৩ইং তারিখে পৌরসভাটি ১২টি ওয়ার্ড বিশিষ্ট ১৮.৫০ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে সম্প্রসারিত হয়। বর্তমানে পৌর এলাকার জনসংখ্যা পুরুষ ৫১,২৫০ জন। মহিলা ৫০,৩২০জন, সর্বমোট ১,০১,৫৭০ জন। শিক্ষার হার গড়ে ৬৮% ভোটার সংখ্যা মোট ৩৭,০৭৯ জন। হোল্ডিং সংখ্যা আবাসিক =১০,৭০৫, বানিজ্যিক =১,৫৫০টি সর্বমোট হোল্ডিং সংখ্যা=১২,২৫৫ জন। শিক্ষা প্রতিষ্ঠান (ক) কলেজ সংখ্যা-০৪টি (খ) মাধ্যমিক বিদ্যালয় বেসরকারী-০৬টি (গ) প্রাথমিক বিদ্যালয় (স: বে:) ১৮ টি (ঘ) মাদ্রাসা [ দাখিল, আলিম, ফাজিল, বেসরকারী]-০৪টি (ঙ) ফোরকানিয়া মাদ্রাসা-১৪টি এছাড়াও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান পৌরসভার অন্তভুক্ত। ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ অন্যতম।