এটা দিয়ে ম্যানুয়ালি টিম, প্লেয়ার add করে ৩ ফরম্যাটের জন্য আলাদা আলাদাভাবে ব্যাটিং ও বোলিং ডাটা রেকর্ড করা যাবে। রেকর্ড করা ডাটা থেকে ক্রিকেটারের ব্যাটিং ও বোলিং statistics - যেমন রান, বল, এভারেজ, স্ট্রাইক রেট, সেঞ্চুরি সংখ্যা, হাফ সেঞ্চুরি সংখ্যা, উইকেট ইত্যাদি জানা যাবে।
যারা প্লেয়ারদের পারফরম্যান্স নিজে নিজে রেকর্ড করে analysis করতে চান, তারা এই app টা use করতে পারেন। এছাড়াও আমরা চাইলে নিজেদের...
এটা দিয়ে ম্যানুয়ালি টিম, প্লেয়ার add করে ৩ ফরম্যাটের জন্য আলাদা আলাদাভাবে ব্যাটিং ও বোলিং ডাটা রেকর্ড করা যাবে। রেকর্ড করা ডাটা থেকে ক্রিকেটারের ব্যাটিং ও বোলিং statistics - যেমন রান, বল, এভারেজ, স্ট্রাইক রেট, সেঞ্চুরি সংখ্যা, হাফ সেঞ্চুরি সংখ্যা, উইকেট ইত্যাদি জানা যাবে।
যারা প্লেয়ারদের পারফরম্যান্স নিজে নিজে রেকর্ড করে analysis করতে চান, তারা এই app টা use করতে পারেন। এছাড়াও আমরা চাইলে নিজেদের পাড়ার ক্রিকেটের পারফরম্যান্সও এই app এ save রাখতে পারি। পাড়ার ক্রিকেটে অনেকেই অনেক স্মরণীয় ইনিংস খেলেন, যেগুলো কোথাও save থাকে না, পরে নিজেও ভুলে যান। CricKhata থেকে পরে কখনো নিজেদের স্মরণীয় ইনিংসগুলোতে চোখ বুলাতে পারব, অন্যদের দেখাতে পারব যে কেমন ক্রিকেট খেলতাম ।ফোনে ডাটা backup রাখা যাবে।